হিন্দুত্ব হল একটি জীবন দর্শন । জীবনে চলার একটি প্রাচীন এবং ঐতিহ্যশালী মার্গ। সেই মার্গ , আদর্শ বা পন্থাকে যদি কেউ সমাজের উন্নয়নের জন্য ব্যবহার করেন তাহলে বেশ হয় । প্রথম থেকে সঙ্ঘ এই কাজেই নিজেকে সমর্পণ করেছেন।
COVID19 ভাইরাস এর সংক্রমণ ক্রমশ বাড়ছে প্রতিদিন মোটামুটি ১৫% রেটে সারা দেশে | কেন্দ্র সরকারের স্বাস্থ্য দফতরের তথ্যে সেরকমই প্রকাশ পাচ্ছে | সারা দেশে এখনো পর্যন্ত মৃত্যুর কোলে ঢোলে পড়েছে ১১ জন সহ নাগরিক। সেই যুদ্ধে করোনার (Corona) বিরুদ্ধে সামিল হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ।
চীনে (China) মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করার একটিই উপায়। সেটি হল লক ডাউন (Lock down) , লক ডাউন এবং লক ডাউন (Lock down)। সামাজিক এবং শারীরিক দূরত্বই পারে এই ভাইরাসকে ছড়িয়ে পড়াকে রোধ করতে। সেই উদ্দেশ্যে দেশ জুড়ে ২১ দিনের লক ডাউন (Lock down) জারি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই লক ডাউনে র সময় মানুষের মূল সমস্যা হল খাদ্য , পানীয় ও ওষুধরে যোগান। বেশ কিছু বিজেপি শাসিত রাজ্য মানুষের গৃহদ্বারে সেগুলি পৌঁছনোর ব্যবস্থা করলেও কয়েকটি রাজ্যে সে ব্যবস্থা হয় নি। উপরন্তু দৈনিক জিনিস কিনতে বা বেচতে গিয়ে পুলিশের মার পড়েছে। যা হোক, আজ সরকার দেশের ৮০ কোটি জনগনের জন্য এক বিশাল অংকের আর্থিক সাহায্যের প্রকল্প ঘোষণা করেন।
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ তার পূর্বেই মানুষকে সাহায্য করার জন্য ব্যাঙ্গালোরে একটি বিশেষ দল গঠন করে প্রত্যহ প্রয়োজনীয় দ্রব্য সমূহের কিছু প্রভিশন কীট বানিয়ে সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের সাহায্যের জন্যে নেমে পড়েছেন । কারন ব্যাঙ্গালোরে অনেক মানুষই দেশের নানা স্থান থেকে কর্ম সংস্থানের জন্য আসেন। জেপি নগর এবং হেব্বালের নিকট একটি বিদ্যালয়ে তাঁরা এসব প্রস্তুত করে সাহায্য করা শুরু করেছেন। স্বয়ং সেবকগন বস্তি ও তৎ সংলগ্ন গরিব এলাকায় মানুষের সাহায্যের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।
প্রতিজন পরিবার পিছু তাঁরা :
৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১.৫ লিটার তেল, ৫০০ গ্রাম নুন, ১ কেজি আলু ও ১ কেজি পিয়াঁজ দিয়ে সাহায্য করছেন।
রাষ্ট্রীয় স্বয়ং সেবক চিরকালই প্রমাণ করেছেন :
উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে । রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধবঃ ॥
তাই আসুন তাঁদের এই পুন্য কর্মকে দীর্ঘায়িত করার জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দি। যদি আপনারা সাহায্য করতে ইচ্ছুক থাকেন তাহলে নিচের ব্যাংক একাউন্টে সামর্থ্য মত কিছু প্রদান করে সাধারণ মানুষের পাশে দাঁড়ান।
Covid-19 এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। এই লড়াইয়ে আমাদের হেরে গেলে চলবে না। World Health Organization (WHO) & ভারত সরকারের সব নির্দেশনা সঠিকভাবে মেনে চলুন।আতঙ্কিত নয়, সতর্ক থাকুন।।