অর্থনীতির বিকাশের হার হয়ে পড়েছে ধীর। অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দফায় দফায় কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
আবাসন শিল্পকে চাঙ্গা করার জন্য তিনি শনিবার ঘোষণা করলেন, মধ্য আয়ের মানুষজন যাতে সস্তায় বাড়ি কিনতে পারেন, সেজন্য ১০ হাজার কোটি টাকার তহবিল বানানো হবে। বিভিন্ন আবাসন প্রকল্পে ওই তহবিল থেকে ঋণ দেওয়া হবে।
নির্মলা খুব নির্দিষ্টভাবে জানিয়েছেন, সস্তা বাড়ি নির্মাণে ওই ঋণ পাওয়া যাবে। ওই ধরনের অনেক আবাসন প্রকল্প শেষ না হয়ে পড়ে আছে।
সরকারি তহবিল থেকে ঋণ নিয়ে ওই প্রকল্পের কাজ শেষ করা যাবে। তহবিলে ১০ হাজার কোটি টাকা যেমন সরকার দেবে, তেমন বাইরের বিনিয়োগকারীদের থেকেও একই অঙ্কের টাকা সংগ্রহ করা হবে। সস্তা হাউজিং স্কিমে যাতে সহজে ঋণ পাওয়া যায়, সেজন্য এক্সটারনাল কমার্শিয়াল বরোয়িং-এর নিয়মও শিথিল করা হবে।
আবাসনের পাশাপাশি রফতানি ক্ষেত্রকেও চাঙ্গা করার জন্য কয়েকটি ব্যবস্থা নিয়েছেন অর্থমন্ত্রী।