রাইজিং বেঙ্গল নিউজ ব্যুরো: জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বদলা নিতে হবে। তার জন্য খুন করা হবে রানী দ্বিতীয় এলিজাবেথকে। ক্রিসমাসের দিন এমনই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইট স্ন্যাপশটে। ভিডিওতে মুখ ঢাকা এক ব্যক্তি নিজেকে ভারতীয় শিখ দাবি করে এই হুমকি দেন বলে জানা গেছে।
তবে শুধু হুমকি দিয়েই থেমে থাকেনি সে। রীতিমতো উইন্ডসর ক্যাসেলে ঢুকেও পড়ে সে। সিসি ক্যামেরায় দেখতে পেয়েই তাঁকে আটক করে নিরাপত্তারক্ষীরা। জানা গেছে, তার নাম যশবন্ত সিং চাইল। ১৯ বছর বয়সি ওই যুবকের কাছ থেকে একটি তীর ধনুকও উদ্ধার হয়েছে।
ভাইরাল ভিডিওতে ঠিক কী বলেছে ওই ব্যক্তি? শোনা গিয়েছে, ‘আমি দুঃখিত। আমি যা করেছি এবং যা করব তার জন্য দুঃখিত। রানি এলিজাবেথকে খুনের চেষ্টা করব। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের জন্য এটাই হবে প্রতিশোধ। জাতির নামে যাঁরা খুন হয়েছেন, বৈষম্য এবং অপমানের শিকার, তাঁদের জন্যও প্রতিশোধ নেব। আমি একজন ভারতীয় শিখ। নাম ডার্থ জোনস। আগের নাম ছিল যশবন্ত সিং চাইল’।
যদিও ধৃত ব্যক্তির বাবা বলেছেন, তাঁর ছেলের সঙ্গে যা হচ্ছে তা ভুল। আমরা ওর সঙ্গে কথা বলার সুযোগ পাযইনি। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আরও জানা গিয়েছে, সাদাম্পটনের নর্থ ব্যাডসলেতে যশবন্ত পাঁচ লক্ষ পাউন্ড ব্যায়ে বাড়ি তৈরি করেছে। তার বাবা একটি তথ্যপ্রযুক্তি সংস্থার ডিরেক্টর। মা’ ও রয়েছেন ডিরেক্টর পদে।