নিকেশ কাশ্মীরের ম্যানেজার হত্যাকারী। নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে মারা গেছে দুই লস্কর জঙ্গি। এদের মধ্যেই একজন কাশ্মীরের ম্যানেজার হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এই দুইজন নিহত হয়েছে বলে জানা গেছে।
চলতি সপ্তাহে বুধবারে এই সংঘর্ষটি জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার নিরাপত্তা বাহিনী সোপিয়ানের কাঞ্জিউলারে তল্লাশি অভিযান চালাচ্ছিল। এই অভিযানেই চিহ্নিত করা হয় লস্কর-ই-তৈবা জঙ্গিদের। আর এরপরেই শুরু হয়ে যায় সংঘর্ষ। এই সংঘর্ষেই নিহত হয় অভিযুক্ত জান মহম্মদ লোন।
এই জান মহম্মদের নামই কুলগাম জেলার ব্যাঙ্ক ম্যানেজারের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। জান মহম্মদের মৃত্যুর খবর কাশ্মীর জোনের পুলিশ ইন্সপেক্টর-জেনারেল বিজয় কুমার নিশ্চিত করেছেন। এই প্রসঙ্গে একটি টুইটে পুলিশের তরফে জানানো হয়েছে, “নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে একজনকে শোপিয়ানের জান মোহম্মদ লোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। অন্যান্য সন্ত্রাসবাদী অপরাধের পাশাপাশি, তিনি কুলগাম জেলায় ২/৬/২২ তারিখে ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমারের হত্যার সঙ্গে জড়িত ছিলেন”।
2022-06-15