কেন্দ্রীয় সরকারকে ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা দিল রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর বিমল জালানের নেতৃত্বাধীন প্যানেলের প্রস্তাব মেনেই আরবিআই-এর তহবিল থেকে এই টাকা দিয়েছে রিজার্ভ ব্যাংক।
মোট ১,৭৬,০৫১ কোটি টাকা দিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।
সোমবার আরবিআই-এর কেন্দ্রীয় পর্ষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের উদ্ধৃত্ত হিসেবে ১,২৩,৪১৪ কোটি টাকা এবং অতিরিক্ত খাতে আরও ৫২,৬৩৭ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছে আরবিআই।
সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকের অতিরিক্ত অর্থনৈতিক মূলধন কাঠামো (EECF) পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। সেই রিপোর্ট সম্প্রতি রিজার্ভ ব্যাংকের গভর্নরের কাছে জমা পড়ে। তার পরেই এই সিদ্ধান্ত।
আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ওই টাকা দফায় দফায় কেন্দ্রকে সাহায্য করবে রিজার্ভ ব্যাংক৷ যা দিয়ে সরকার ব্যাংকগুলিকে আর্থিক সহায়তা দেবে ও বাজারে ক্যাশ ফ্লো বাড়াবে৷