জলপাইগুড়ি বনদফতর ক্রেতা সেজে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল চোরাচালানকারীদের বিরুদ্ধে। সূত্রের খবর, শনিবার একটি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১০ লক্ষ টাকার প্যাঙ্গোলিনের চামড়া ও আঁশ। ইতিমধ্যেই, গ্রেফতার করা হয়েছে দুইজন সন্দেহভাজন চোরাচালানকারীকে।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, এই চামড়া ও আঁশের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। গত রবিবার, অভিযুক্তদের আদালতে তোলা হয়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের নাম আনন্দ বারলার ও নেওলা ভেংরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা গিয়েছে, প্যাঙ্গোলিনের চামড়া সহ বেশ কিছু নথিপত্র ও দুটি মোবাইল। লাটাগুড়ি রেঞ্জ ও ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বোর্ডের সদস্যরা গোপন সূত্র মারফৎ খবর পায়, প্যাঙ্গোলিন-এর চামড়া বিক্রি করা হচ্ছে।
এরপর তারা রাত্রে চালশা মালবাজার গ্রামীণ সড়কে একটি অভিযান চালায়। সেখানে বনকর্মীরা ক্রেতা সেজে হাজির হয় অভিযুক্তদের সামনে। এরপর তারা জানায়, প্যাঙ্গোলিনের চামড়া কিনে নিতে চায়। এই টোপের ফাঁদে পড়ে গ্রেফতার হয় ওই দুই চোরাচালানকারী। এই প্রসঙ্গে লাটাগুড়ি রেঞ্জ অফিসার শুভ্রশঙ্খ দত্ত বলেন, ”মালবাজার কুর্তি সেতুর কাছে শনিবার আমরা অভিযান চালাই। ক্রেতা সেজে ওদের টোপ দিয়েছিলাম। বাইকে করে প্যাঙ্গোলিনের চামড়়া ও আঁশ বিক্রি করতে এসেছিল ওরা। সে সময় হাতেনাতে দু’ জনকে ধরে ফেলে গ্রেফতার করে় বন বিভাগ।”