আজকের দিনটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আজ ৭২ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। শীতের মধ্যেও মঙ্গলবার দিল্লির রাজপথে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক প্যারেড। সেখানে সমগ্র বিশ্ব ভারতের শক্তি, শৌর্য দেখবে। প্রজাতন্ত্র দিবসের প্যারেড এবার নানান কারণে বিশেষ হতে চলেছে। এই প্যারেডে এই প্রথম রাফায়েল উড়তে চলেছে। এর বাইরেও সবার নজর থাকবে কৃষকদের ট্রাক্টর র্যালির ওপর। এমন বিদ্রোহী আবহাওয়ার মধ্যে প্রজাতন্ত্র দিবস আগে কখনও হয়নি।
রাজপথে পর পর অনুষ্ঠান
সকাল ৯ টায় অনুষ্ঠান শুরু হবে।
সাড়ে ৯ টায় ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৯ টা বেজে ৫২ মিনিটে প্যারেড স্থলে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী।
৯ টা বেজে ৫৫ মিনিটে হাজির হবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সকাল ১০ টায় পতাকা উত্তোলন।
পতাকা উত্তোলনের পরেই প্যারেড শুরু।
দিল্লিতে আজ ৮ ডিগ্রি তাপমাত্রা নামলেও উত্তেজনার পারা চড়ছে। রাজপথে সমস্ত প্রস্তুতি শেষ। সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর কথা মাথায় রেখে চলছে চেয়ার বসানোর কাজ।
প্রধানমন্ত্রীর অভিনন্দন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা। জয় হিন্দ।”
এবারের প্রজাতন্ত্র দিবস করোনার মধ্যে হচ্ছে। প্রতি বছর যে চেনা ছবি ২৬শে জানুয়ারি দিল্লির রাজপথে দেখা যায়, এবার সেই ছবি থাকবে না। প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থাকবেন না কোনও বিশিষ্ট অতিথি। প্রধান বিদেশি অতিথি ছাড়াই দেশ পালন করবে ২০২১ সালের প্রজাতন্ত্র দিবস। বর্ণাঢ্য শোভাযাত্রা থাকবে, বিভিন্ন রাজ্যের ট্যাবলো থাকবে। থাকবেন দেশের নেতা মন্ত্রী ও সাধারণ মানুষও। কিন্তু বিদেশি অতিথি অভ্যাগতদের দেখা যাবে না এই বছর।
কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ বছর ২৬ জানুয়ারি রাজপথে উপস্থিত থাকবেন। কিন্তু করোনা ভাইরাসের নতুন স্ট্রেন প্রভাব ফেলেছে ব্রিটেনে। ফলে ক্রমশই বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে বরিস জনসন ভারতে আসতে চাননি। সংক্রমণ এড়াতে ও দেশের মানুষের পাশে থাকতে তিনি ভারত সফর বাতিল করেন।