টিভি-ফোন-নেট সব কিছু ৬০০ টাকায়, জিও তৈরি করেছে এক দুরন্ত অফার

জন্মলগ্ন থেকেই জিও নাম করে নেয় একের পরে এক লোভনীয় অফারের জন্য। ভারতের ইন্টারনেট পরিষেবায় ইতিমধ্যেই একাধিক মাইলস্টোন তৈরি করেছে মুকেশ আম্বানীর রিলায়েন্স জিও। এবার দেশজুড়ে জিও গিগাফাইবার-এর পরিষেবা আনতে চলেছে এই সংস্থা। আর তাতেই আসছে এক দুরন্ত অফার। একটি প্যাক রিচার্জ করলে একই সঙ্গে পাওয়া যাবে ইন্টারনেট, টেলিভিশন ও ল্যান্ডলাইনের সুবিধা। খরচ মাসে মাত্র ৬০০ টাকা।

জিও গিগাফাইবার ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করেছিল রিলায়েন্স ২০১৮ সালে। তখন থেকে কাজ শুরু করে জিও। এক বছরে ভারতের বিভিন্ন শহরে পরীক্ষামূলকভাবে জিও গিগাফাইবারের পরিষেবাও শুরু হয়েছে। এখন খবর পাকাপাকি ভাবে সেই পরিষেবা চালু হতে চলেছে। একাধিক অর্থনীতি বিষয়ক পোর্টালের দাবি, জিও গিগাফাইবার একটি অফার দিচ্ছে যাতে আলাদা করে আর টেলিভিশন বা ল্যান্ডলাইনের জন্য খরচ করতে হবে না। সেই প্যাকের মূল্য হবে মাত্র ৬০০ টাকা। একটি প্যাক রিচার্জ করলেই গোটা মাস জুড়ে টেলিভিশন, ইন্টারনেট ও ল্যান্ড লাইনের পরিষেবা মিলবে।

জানা গিয়েছে মাসে মাসে ৬০০ টাকা দিতে হলেও প্রথমবারের জন্য এই কানেকশন নিতে গেলে খরচ করতে হবে ৪,৫০০ টাকা। তবে, পরবর্তী পর্যায়ে ২,০০০ টাকায় এই কানেকশন দেওয়ার পরিকল্পনা রয়েছে রিলায়েন্সের।

জিও গিগাফাইবারের ‘ট্রিপল কম্বো’ প্যাক রিচার্জ করলে দেখা যাবে ৬০০টি টিভি চ্যানেল। তার সঙ্গে থাকছে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি ল্যান্ডলাইনের সুবিধাও পাবেন গ্রাহক।

ইতিমধ্যেই চেন্নাই ও মুম্বইয়ের কিছু অংশে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হয়েছে। এখন গ্রাহকদের মাসে ১০০ জিবি ফ্রি ডেটা দেয় সংস্থা। আরও তিন মাস পরে ল্যান্ডলাইন ও টেলিভিশনের পরিষেবা চালু হবে। চলচি বছরের শেষে বা ২০২০ সালের বছরের শুরুতে গোটা দেশের ১৬০০ শহরে এই পরিষেবা চালু করতে চাইছে রিলায়েন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.