দেশজুড়ে করোনার টিকাকরণের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ গোটা দেশে দ্বিতীয় দফার ড্রাই রান হবে। গণহারে টিকাকরণের জন্য ভারত কতটা প্রস্তুত তা আরও একবার খতিয়ে দেখা হবে। এরই মধ্যে দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফে আরও খানিকটা স্বস্তি পাওয়া গেল। পরপর তিনদিন সংক্রমণ বৃদ্ধির পর আজ ফের তা নিম্নমুখী। ফের ২০ হাজারের বেশ খানিকটা নিচে নেমে এল দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল যে সুস্থতার সংখ্যার থেকে আক্রান্তের সংখ্যা বেশি হয়ে গিয়েছিল, সেই উদ্বেগের ছবিটাও এদিন দেখতে হল না।
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৩৪৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা বৃহস্পতিবারের থেকে হাজার দুয়েক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪ লক্ষ ১৩ হাজার ৪১৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ৫৭০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩৪ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য বেশি।
আক্রান্তের পাশাপাশি স্বস্তি দিয়েছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ২০ হাজার ৫৩৯ জন। যা আগের দিনের থেকে তো বটেই দৈনিক আক্রান্তের থেকেও অনেকটা বেশি। ফলে দেশের মোট অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৫ হাজার ৪৪৯ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৩৭ হাজার ৩৪৯৮ জন। এদিকে, পরিসংখ্যানে স্বস্তির পাশাপাশি দেশজুড়ে জোরকদমে চলছে করোনার টিকাকরণের প্রস্তুতিও। আজ ফের দেশজুড়ে হবে ট্রায়াল রান।