ধাপে ধাপে ভারতে আমাজনে স্বত্ব কিনে নিতে শুরু করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বছরের শুরুতেই আমাজন কিনে নেওয়ার পরিকল্পনা কথা বলেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মুকেশ আম্বানি। এবার সেই মতো আমাজন এর সঙ্গে মোট ১৭ হাজার ৩০০ কোটি টাকায় প্রায় ২৪টি বাণিজ্যিক লেনদেন করল অনিল আম্বানি। এই ভাবেই ভারতে অনলাইন বিপণন আমাজন ডট কম কেনার আম্বানির পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।
ভাগ ভাগ করে বিনিয়োগের মাধ্যমে ভারতে আমাজনের স্বত্ব কিনে নিতে চাইছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
ই-কমার্স সাইট আমাজন কিনে নেওয়ার মাধ্যমে ভারতের বিশাল অনলাইন বিপণনের বাজারে প্রবেশ করতে চাইছেন রিলায়েন্স।
বিশেষজ্ঞদের মতে ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে দক্ষ কর্মীদের একটি দল তৈরি করছে রিলায়েন্স। ২০২৮ সালের মধ্যে ভারতে আমাজনের বাজার প্রায় ছয় গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ ভবিষ্যতের দিকে নজর দিয়েই আগে ভাগে ই-কমার্সের বাজারে প্রবেশ করতে চলেছে অনিল ধিরুভাই আম্বানি।
জানা গেছে আমাজন ছাড়াও ওয়ালমার্টের ভারতের স্বত্ব কিনতে আগ্রহী রিলায়েন্স। অর্থাৎ ভোগ্যপণ্যের বাজার দখলের দিকে এগোচ্ছে এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।