শরণার্থীরা শুধু আপদ নয় বিপদ ও বটে, অনুপ্রবেশ আটকাতে পোল্যান্ড ও লিথুয়ানিয়াতে লাগানো হলো কাঁটা তারের বেড়া

ভারতে এখনো বা শরণার্থী দেখলেই যেমন সাধারণত বিগলিত হয়ে যায় লোকজন, ঠিক উল্টোটাই হচ্ছে ইউরোপের বিভিন্ন প্রান্তে।

পোল্যান্ড (Poland) ও লিথুয়ানিয়া (Lithuania) সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনো মোটেই আফগান বা অন্য কোনো মুসলিম শরণার্থী তাদের দেশে ঢোকাবে না।

কারণ হিসাবে বলা হয়েছে যে মুসলিম শরণার্থীদের এর আগে অনেকবারই আশ্রয় দেয়া হয়েছে , কিন্তু এতে তাদের দেশের বিন্দু মাত্র লাভ তো হয়নিই , বরং তাদের দেশের আর্থিক ক্ষতির সাথে সাথে ব্যাপক সামাজিক ক্ষতিও হয়েছে মুসলিম শরণার্থীদের দ্বারা। জিহাদ সহ বিভিন্ন অপরাধমূলক কাজে সচরাচর লিপ্ত হতে দেখা যায় তাদের।

পোল্যান্ডের তরফ থেকে জানানো হয়েছে যে তারা মুসলিমদের শুধু মাত্র আপদ নয় , বিপদও মনে করেন।

দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পোল্যান্ড নিজের দেশ তো বটেই , গোটা ইউরোপকে মুসলিম শরণার্থীদের আশ্রয় না দিতে অনুরোধ করেছে এবং এই অনুরোধে গোটা ইউরোপ জুড়ে ব্যাপক সাড়াও পাওয়া গিয়েছে।

এদিকে পোল্যান্ড এবং লিথুয়ানিতেতে ক্যাথলিক খ্রীষ্টান(Catholic Christian) এবং সাধারণ মানুষ বা জনগণ ব্যাপক আকারে মানব শৃঙ্খল তৈরী করে মুসলিম অনুপ্রবেশ ও শরণার্থীদের বিরুদ্ধে।

ভুল করেও যেন কোনো আফগান বা অন্য কোনো মুসলিম শরণার্থী ইউরোপ ঢুকতে না পারে , সেই নিয়েও গণআন্দোলন করে সরকারকে চাপে রাখতে চাইছে পোল্যান্ড , লিথুয়ানিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশগুলি। ওই দেশগুলো নিশ্চিত ভাবেই তাদের পুরানো ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে।

Summary: Poland and Lithuania have shut the door on afghan or refugees from any other country.

The two nations have already sealed their borders with barbed wires and have requested other European nations to follow their path and take lesson from the mistakes the European nations have earlier committed regarding sheltering refugees in their countries.

The Catholic Christians and common people have formed human chains in Poland and Lithuania and also in other parts of Europe to create pressure on respective governments not to accept Muslim refugees, who, they alleged, mostly wage jihad against adopted countries.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.