মঙ্গলবার থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে বাণিজ্যনগরী মুম্বইতে। বুধবার অফিস টাইমে রাস্তায় রাস্তায় প্রবল যানজটে থমকে আছে গাড়ি। ট্রেনও চলছে দেরিতে। বুধ ও বৃহস্পতিবারও শহরে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখপাত্র বলেছেন, আবহাওয়া দফতর ওয়ার্নিং দিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কবলে পড়তে চলেছে শহর। স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে। যে সব স্কুলে ছাত্রছাত্রীরা ইতিমধ্যে চলে এসেছে, তাদের প্রিন্সিপালদের বলা হয়েছে, বাচ্চারা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেদিকে নজর রাখুন।
আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মুম্বই, থানে, পালঘর এবং রায়গড়ে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ওই সব অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
মুম্বইতে বৃষ্টি শুরু হয়েছে সোমবার রাত থেকে। মঙ্গলবার দিনের বেলায় বৃষ্টির তেজ কিছুটা কমেছিল। কিন্তু সন্ধ্যা থেকে ফের মুষলধারে শুরু হয়। আগামী চারদিন মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। গত ২৪ ঘণ্টায় কোলাবায় ১২২ মিলিমিটার, সান্তাক্রুজে ১১৮.৩ মিলিমিটার, থানেতে ১৭৩ মিলিমিটার ও পালঘরে ১৯২ মিলিমিটার বৃষ্টি রেকর্ডেড হয়েছে। মুম্বই শহরের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটারের বেশি।
ওয়েদার ব্যুরোর নিয়মমতো ২৪ ঘণ্টার মধ্যে ৬৪.৪ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়। ১১৫.৬ থেকে ২০৪.৪ মিলিমিটার বৃষ্টি হলে তাকে বলা হয় অতি ভারী।
বৃষ্টিতে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে প্লেন ওঠানামায় দেরি হচ্ছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে, ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে বোরিভেলির কার্নিভ্যাল সিনেমা থেকে জেভিএলআর জংশন পর্যন্ত ট্রাফিক জ্যাম রয়েছে। ওই এলাকাটুকু পেরোতে সময় লাগছে দু’ঘণ্টা। থানে, কাঞ্জুর মার্গ, সিওন, চুনাভাট্টি, নালাসোপোরায় ট্রেন লাইনে জল জমে আছে।