আমাদের ভারত, ২৭ এপ্রিল: প্রথমবার মিলিটারি পুলিশ পদে মহিলাদের নিয়োগ করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী৷ জেনারেল বিপিন রাওয়াত মহিলাদের এই পদে নিয়োগে আগ্রহ দেখানোর পরই সম্মতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক৷ এবছর প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ইতিহাস গড়েছেন আমাদের সেনাবাহিনীর মহিলা জওয়ানরা৷ ওই দিন তাঁরা প্রথমবার কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন।
সেই সূত্রে মিলিটারি পুলিশ পদে, মহিলাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের সংখ্যা প্রায় ১০০৷ ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া৷ শেষ হবে ৮ জুন, ২০১৯৷ আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ১৭ এবং সর্বোচ্চ ২১ বছর৷ প্রার্থীর উচ্চতা হতে হবে ন্যূনতম ১৪২ সেমি৷
আবেদনকারীর মাধ্যমিকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে এবং সব বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর পেতে হবে৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে দিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা৷ বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য ক্লিক করুন joinindianarmy.gov.in ওয়েবসাইটে।