করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার একধাপে অনেকটাই বৃদ্ধি পেল। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন ১০,২১৪ জন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যার ১ লক্ষ ৮০ হাজার। তথ্য পরিসংখ্যান অনুযায়ী, এর ফলে ভারতে সুস্থতার হার বেড়েছে ৫২.৫%। সোমবার সকালে এই হার ছিল ৫১ শতাংশ। করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় এই পরিসংখ্যান কিছুটা আশা আলো জাগিয়েছে। কারণ, আনলক-ওয়ান কার্যকর হওয়ার পর থেকে থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে দ্রুত গতিতে। সেই দিক থেকে সুস্থতার হার সংক্রমণের রক্তচক্ষুকে পরাজিত করার সংখ্যাও ভরসা যুগিয়েছে চিকিৎসক তথা প্রশাসনিক মহলে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের কারণে দেশে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। দেশে মোট মৃত্যু হয়েছে ৯,৯০০ জনের। মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৪,১২৮ জনের। গুজরাতে ১,৫০৫ জনের। রাজধানী দিল্লিতেও মৃত্যু হয়েছে ১,৪০০ জনের। পশ্চিমবঙ্গে মোট মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। তামিলনাড়ুতে ৪৭৯, মধ্যপ্রদেশ ৪৬৫, উত্তরপ্রদেশ ৩৯৯, রাজস্থান ৩০১, তেলঙ্গানা ১৮৭, ও হরিয়ানা ১০০ জনের মৃত্যু হয়েছে।
তবে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) তথ্য জানাচ্ছে, সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের ৯০১টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে সরকারি ল্যাবের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫৩টি, পাশাপাশি বেসরকারি ল্যাবরেটরি ২৪৮টি। প্রতিদিন এক লক্ষের বেশি মানুষের করোনা ভাইরাসের সংক্রমণের পরীক্ষা করা হচ্ছে। সরকারি হিসেবে দেশে এখন রিয়েল টাইম আরটি-পিসিআর ল্যাবের সংখ্যা ৫৩৪টি, ট্রুন্যাট ল্যাব সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৯৬টি। আইসিএমআর আরও জানিয়েছে, করোনা পজিটিভ ধরা পড়লে দ্রুত চিকিৎসাও হচ্ছে। তাই সুস্থতার হারও বাড়ছে দেশে।