ভারতে প্রতিদিন করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত একটা বড় সংখ্যায় আক্রান্তরা সুস্থ হয়ে উঠছেন। সুস্থতার হার ৫১.০৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১৯ জন। ফলে বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন ১,৬৯,৭৯৮ জন। ভারতে সুস্থতার হার ক্রমাগত বৃদ্ধি পাওয়া ইতিবাচক বলেই মনে করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সুস্থতার হার দ্রুত বাড়ায় এই মুহূর্তে দেশে করোনা ভাইরাসে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১,৫৩,১০৬। মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত, এই চার রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২,১৭,৩৪৫। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৬৫.৩৮ শতাংশ। এই চার রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৭১৮৯ জনের। এই মৃত্যুর পরিমান দেশে করোনায় মোট মৃত্যুর ৭৫.৪৯ শতাংশ।
গত এক দিনে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে হরিয়ানায় ৪১৫ জন, গোয়ায় ৬০ জন। এক সময়ে গোটা উত্তর-পূর্ব সংক্রমণ-মুক্ত ছিল। সেখানে গত এক দিনে ত্রিপুরা ১২১ জন, মণিপুর ৬৪, ও অসমে ২২০ জন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিছু ক্ষেত্রে জাতীয় হারকে টপকে আয়তনে বড় রাজ্যগুলির সংক্রমণের হারের সঙ্গে পাল্লা দিচ্ছে ছোট রাজ্যগুলি। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৩৯০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১,০৭,৯৫৮। মৃত্যু হয়েছে ৩৯৫০ জনের। একদিনে মারা গিয়েছেন ১২০ জন। মারাঠা প্রদেশে আক্রান্তের সংখ্যা দেশের মোট আক্রান্তের ৩২.৪৮ শতাংশ। এই রাজ্যে মৃত্যু হয়েছে দেশের মোট মৃত্যুর ৪১.৪৯ শতাংশ।