ভারতে ফের খানিকটা বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। তবে, দৈনিক মৃত্যুর সংখ্যায় ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারত, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৪,৫২৯ জন রোগীর, এই নিয়ে দ্বিতীয় দিন ভারতে একদিনে এত সংখ্যক রোগীর মৃত্যু হল। একইসঙ্গে মঙ্গলবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১ জন। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই দ্রুত চলছে টিকাকরণ, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৮,৫৮,০৯,৩০২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভারতে ফের কমেছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় কমেছে ১২৭,০৪৬। ১২৭,০৪৬ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৩২.২৬-লক্ষতে (১২.৬৬ শতাংশ) পৌঁছেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২,৬৭,৩৩৪ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৫৪,৯৬,৩৩০। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪,৫২৯ হাজার জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২,৮৩,২৪৮ জন (১.১১ শতাংশ)। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯ জন। দ্রুততার সঙ্গে সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতা স্বস্তি দিচ্ছে প্রতিদিনই, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১ জন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,১৯,৮৬,৩৬৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৮৬.২৩ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৮ কোটি ৫৮ লক্ষ ০৯ হাজার ৩০২ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ১৩,১২,১৫৫ জনকে।
2021-05-19