২৪ ঘন্টায় ৯ লক্ষ টেস্ট, আক্রান্ত ৮ শতাংশেরও কম: স্বস্তির খবর ভারতে

করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে ভারত? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অন্তত তাই বলছে। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে গত ২৪ ঘন্টায় ৯ লক্ষেরও বেশি করোনা টেস্ট করা গিয়েছে। যা একদিনের টেস্ট হিসেবে রেকর্ড।

অন্যদিকে আশার খবর, করোনা আক্রান্তের হার কমে দাঁড়িয়েছে ৮ শতাংশেরও নীচে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে ট্যুইট করেছে স্বাস্থ্যমন্ত্রক। টেস্ট, ট্র্যাক, ট্রিট এই শ্লোগানে চলছে ভারত বলে জানিয়েছে কেন্দ্র।

অর্থাৎ করোনা পরীক্ষা করে রোগি চিহ্নিতকরণ ও তারপর চিকিৎসা-এই পরিকল্পনার জেরেই করোনা মোকাবিলা করা সহজ বলে জানা গিয়েছে। কেন্দ্রের পরিকল্পনা প্রতিদিন দশ লক্ষ করোনা পরীক্ষার রেকর্ড ছোঁওয়া।

উল্লেখ্য গত ২৪ ঘন্টায় ৬০ হাজারেরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। যা এখনও পর্যন্ত রেকর্ড। আন্তর্জাতিক মহলে ভারতকে করোনা সংক্রমণের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হলেও করোনা পরীক্ষায় রেকর্ড গড়েছে ভারত।

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, “ব্যপকহারে এবং সময় মতন পরীক্ষায় ভারতে এখনও ৩ কোটির বেশি টেস্ট করা হয়েছে”। কোভিড-১৯ মোকাবিলায় জুলাই মাসের ১৬ তারিখ অবধি পরীক্ষা করা হয়েছে ১ কোটি স্যাম্পেল। অগাস্টের ২ তারিখে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি। যা নিঃসন্দেহে সাফল্যের।

এদিকে, দেশে ফের রেকর্ড ব্রেক করোনার। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৬৯ হাজারেরও বেশি মানুষ। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৯৭৭ জনের। নতুন সংক্রমণের জেরে দেশে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৬।

এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ৮৬ হাজার ৩৯৫ ও সুস্থ হয়ে উঠেছে ২০ লক্ষ ৯৬ হাজারেরও বেশি মানুষ। দেশে মোট মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৯৬৬ জনের।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, পুণের ল্যাবরেটরি এবং অন্যান্য ১০০টি ল্যাবে পরীক্ষা শুরু করে আরও দ্রুত হয়েছে পদ্ধতি, জুন মাসের ২৩ তারিখ অবধি ১০০০ টেস্টিং ল্যাবকে অনুমোদন দিয়েছে আইসিএমআর। দেশে মোট কোভিড টেস্টের সরকারি ল্যাবরেটারির সংখ্যা ১৪৭০, প্রাইভেট ল্যাব ৫০১, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.