এ গরুর আবরণ!
গত বছর কয়েক ধরে চলতি গো-পর্বে শনিবার নতুন সংযোজন করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার পুণেতে গো-সেবা পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাগবত।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সেখানেই বক্তৃতা প্রসঙ্গে সঙ্ঘ প্রধান বলেন, জেলের মধ্যে যে বন্দিরা গো-পালন করে, দেখা গিয়েছে তাদের মধ্যে অপরাধ প্রবণতা কমে যায়।
ভাগবত আরও জানান, তিনি জেনেছেন যে বন্দিদের দিয়ে জেলে গো-পালন করানো হয়েছে, মুক্তি পাওয়ার পর তাদের অনেকেই আর কোনও অপরাধ করেনি। জীবনের মূল স্রোতে ফিরে গিয়েছে।
ভাগবতের এই মন্তব্য নিয়ে অনেকে কটাক্ষ করতেও শুরু করেছেন। তবে সঙ্ঘ অনুগামীরা বলছেন, এ ব্যাপারে কটাক্ষ করার কিছু নেই। গরু নিরীহ গৃহপালিত পশু। গো-পালন করার মধ্যে যে শুদ্ধতা ও পবিত্রতা রয়েছে, তাতে মনের ভাবের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। সৎসঙ্গে থেকে মানুষের ভাল বই মন্দ হয় না।
ধর্ষণের ঘটনা নিয়ে দেশ এখন উত্তাল। সম্ভবত সেই প্রেক্ষাপটেই অপরাধ প্রবণতার প্রসঙ্গ উত্থাপন করেছেন মোহন ভাগবত। ক’দিন আগে একটি অনুষ্ঠানে ধর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি এও বলেছেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে সহিষ্ণুতা দেখানোর কোনও প্রশ্নই নেই। সমাজের সব মহিলাকে মর্যাদা দিতে হবে, তাঁরাই মাতৃশক্তি। আর শিশুদের প্রতি স্নেহশীল হতে হবে। এ ব্যাপারে গীতার শ্লোকও উদ্ধৃত করেন সঙ্ঘ প্রধান।