এয়ারস্ট্রাইকের জন্য তৈরি, তবে চিন এখনও আগ্রাসন দেখায়নি : বায়ুসেনা প্রধান

এয়ার স্ট্রাইকের জন্য পুরোপুরি তৈরি ভারতীয় বায়ুসেনা। চিনের তরফ থেকে কোনও বেচাল দেখলেই এয়ার স্ট্রাইক চলবে। তবে এখনও পর্যন্ত চিনের তরফ থেকে কোনও আগ্রাসী পদক্ষেপ দেখা যায়নি। কড়া নজরদারি চলছে সীমান্ত বরাবর। সোমবার এমনই তথ্য দিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান আর কে এস বাদোরিয়া। তিনি বলেন ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের যে ক্ষমতা রয়েছে, তা তুলনাহীন।

বায়ুসেনায় যুক্ত হয়েছে রাফায়েল। তা নিঃসন্দেহে প্রতিপক্ষের রক্তচাপ বাড়িয়েছে। রাফায়েলের সাহায্যে এয়ারস্ট্রাইক আরও নিখুঁত ও গতিশীল হয়েছে বলে এদিন জানিয়েছেন বায়ুসেনা প্রধান। তিনি বলেন আগামী পাঁচ বছরে বায়ুসেনায় যুক্ত হবে ৮৩টি এলসিএ তেজস মার্ক ১এ, এইচটিটি-৪০ ট্রেনার এয়ারক্রাফট। এরই সঙ্গে থাকবে লাইট কমব্যাট হেলিকপ্টার।

এদিন বাদোরিয়া জানান, ভারত চিন সীমান্ত সংঘাতের সময় এমন পরিস্থিতি তৈরি হয়নি, যেখানে এয়ারস্ট্রাইক চালাবে বায়ুসেনা। তবে বায়ুসেনা তৈরি যে কোনও সময় এয়ার স্টাইকের জন্য। তিনি বলেন সীমান্তে চিনের আগ্রাসী মনোভাব ও দখলদারির স্বভাব ভারত সুনিপুণ দক্ষতায় রুখে দিয়েছে। ভারতীয় সেনা ও বায়ুসেনার কড়া নজরদারিতে এগোতে সাহস পায়নি চিন।

এদিকে, সামরিক শক্তিতে চিন পাকিস্তানকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে চলেছে ভারত। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি ফিফথ জেন ফাইটার জেটের ইঞ্জিন পেতে চলেছে বায়ুসেনা। ইতিমধ্যেই এই ইঞ্জিন তৈরির কাজ শুরু করে দিয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও।

এই প্রথম ভারতের বায়ুসেনার হাতে আসবে ফিফথ জেন ফাইটার জেটের ইঞ্জিন, যা সম্পূর্ণ ভাবে দেশে তৈরি। ফিফথ জেনারেশন অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের জন্য যা তৈরি করা হচ্ছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট জানাচ্ছে ডিআরডিও-র পরিকল্পনা রাফায়েল জেটের জন্য এই ইঞ্জিন অত্যন্ত কার্যকর প্রমাণিত হবে।

ডিআরডিও-জানিয়েছে একদম নতুন ধাঁচের ১১০ কিলো নিউটনের ইঞ্জিন বানানো হচ্ছে, যা ভারতের সামরিক ক্ষেত্রের ভবিষ্যত হিসেবে তৈরি হবে। অত্যাধুনিক ফাইটার জেটের জন্য এই ইঞ্জিন তৈরি করা হয়েছে, তাই রাফায়েল জেটের জন্যও কার্যকর হবে এটি। ভারতীয় বায়ুসেনাকে স্বনির্ভর করে গড়ে তোলার উদ্দ্যেশে এই ইঞ্জিন অগ্রগণ্য ভূমিকা নেবে।

এই ইঞ্জিন তৈরির পরিকাঠামো সহায়তা ও প্রযুক্তিগত সহায়তার জন্য ফ্রান্সের জেট ইঞ্জিন প্রস্তুতকারক সংস্থা সাফরানের সঙ্গে কথা বলা হয়েছে ডিআরডিও-র পক্ষ থেকে। হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেডের সঙ্গে একযোগে এই ইঞ্জিন বানানোর ব্যাপারে সহায়তা করবে সাফরান বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.