‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই প্রক্রিয়ায় দেশের যেকোনো জায়গা থেকে রেশন কিনতে পারবেন দেশের মানুষ। আগামী ৩০ জুন, ২০২০- এর মধ্যে সারা দেশ জুড়ে এই প্রকল্প চালু হওয়ার লক্ষ্য মাত্রা নিয়েছে কেন্দ্র।
শনিবার খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান বলেন, “দেশ জুড়ে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ এবং সমস্ত রেশন দোকানে পয়েন্ট অফ সেল ( পিওএস ) যন্ত্রের মাধ্যমে খাদ্য শস্য বিক্রি শুরুর কাজটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ২০২০ সালের ৩০ জুনের মধ্যে বিষয়টি চালু করতেই হবে। সেই কাজে গতি আনতে সমস্ত রাজ্যকে আমরা চিঠি দিয়েছি।”
এই মুহূর্তে দেশের ১০টি রাজ্য অন্ধ্রপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, ঝাড়খন্ড, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা ও ত্রিপুরায় সমস্ত রেশন দোকানে পিওএস যন্ত্র বসানো হয়েছে। তাই এই ১০টি রাজ্যে এখন যেকোন জেলার রেশন দোকান থেকেই কেউ রেশন তুলতে পারেন। তবে সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযোগ থাকতে হবে। না হলে প্রকল্পের সুবিধা মিলবে না। তখন গ্রাহককে শুধুমাত্র তাঁর এলাকার নির্দিষ্ট দোকান থেকেই রেশন কিনতে হবে।
‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পের সঙ্গে একটি পাইলট প্রকল্পও চালু করতে চায় কেন্দ্র। এই পাইলট প্রকল্পে ১৫ টি রাজ্যের একটি করে জেলাতে বিশেষ পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য দেওয়া হবে। মূলত দেশজুড়ে অপুষ্টিজনিত সমস্যা দূর করতে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এটিকে ওই প্রকল্প চালুর ১০০ দিনের মধ্যে সম্পন্ন করতে চায় মোদী সরকার।