রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু। প্রাচীন বাংলা প্রবাদটা আরও একবার সত্য প্রমাণিত হল।
বোরখা পরিহিত মুসকানকে মনে আছে নিশ্চয়। কর্ণাটকে হিজাব বিতর্কের সময় ছাত্রদের ‘জয় শ্রীরাম’ ধ্বনির পাল্টা কালো বোরাখা ঢাকা যে মেয়েটি ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়েছিল। হ্যাঁ, সেই মুসকানকেই প্রশংসায় ভরিয়ে দিল জঙ্গি গোষ্ঠী আল কায়দার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি।
কর্ণাটকে ‘জয় শ্রীরামে’ র পাল্টা ‘আল্লাহু আকবর’ স্লোগান দেওয়ার পর রাতারাতি ভাইরাল হয়ে যান মুসকান। হিজাব আন্দোলনের মুখ হয়ে ওঠেন তিনি। মুসলিম সমাজের একাংশ এবং বাম, লিবারাল, সেকুলার জোট তাঁকে নিয়ে শুরু করে প্রশস্তি রচনা। মুসকানের পোস্টার, কার্টুনে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। রীতিমতো বিপ্লবীর তকমা দেওয়া হত মুসকানকে।
এবার সেকুলার জোটের সুরেই গলা মেলালেন আল কায়দার শীর্ষ নেতা জাওয়াহিরি। সম্প্রতি তার একটি ভিডিও বার্তা সামনে এসেছে। সেখানে মুসকানকে ‘ভারতের মহীয়সী’ আখ্যা দিয়েছে সে। শুধু তাই নয়, মুসকানকে নিয়ে বলতে গিয়ে জাওয়াহিরি জানিয়েছে, সে মুসকানের সাহসের প্রশংসা করে কবিতাও লিখেছে।
লাদেনের মৃত্যুর পর থেকে আল কায়দার মসনদে বসেছিল জাওয়াহিরি। দীর্ঘদিন ধরেই গুজব ছিল সে হয়ত বেঁচে নেই। এবার সেই সব গুজব উড়িয়ে প্রকাশ্যে এল জঙ্গি নেতা। ভিডিওয় মুসকান সম্পর্কে রীতিমতো উচ্ছ্বসিত দেখিয়েছে জাওয়াহিরিকে। জাওয়াহিরিকে ভিডিওয় বলতে শোনা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসকানের কথা জানতে পেরেছে সে। সেই সঙ্গে ভারতে মুসলিমদের প্রতি অন্যায় আচরণের অভিযোগ তুলে মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে জাওয়াহিরি।