রবিবার মামফোর্ডগঞ্জ এলাকায় আরএসএস-এর সুভাষ শাখার বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আরএসএস এর নগর প্রচারক রাজ্যবর্ধন সঙ্ঘের আদর্শকে সবার সামনে তুলে ধরেন।
তিনি বলেন যে‚ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) মানুষকে জাতি, ধর্ম, ভাষা এবং সাম্প্রদায়িক ভেদাভেদ থেকে মুক্ত করে দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী করার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। “আরএসএস একটি বড় উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল যে ভারত আবার পরাধীন হয়ে না যায়।”
সঙ্ঘের শাখার ( নিয়মিত শরীরচর্চার স্থান) সম্পর্কে তিনি বলেন যে‚ শাখা হল সংগঠনের মেরুদণ্ড এবং এই শাখাগুলিকে তুলনা করেন পাথর থেকে মূর্তি তৈরি করা কারিগরের সাথে। তিনি আরো বলেন যে‚ শাখাও ব্যক্তি নির্মান কা কারখানা হ্যায় (শাখা হল মানুষ তৈরির কারখানা।) যেখানে হিন্দু যুবক-যুবতীদের মধ্যে শক্তি, বীরত্ব ও সাহস পুনরুদ্ধার করার এবং সকল বর্ণ ও শ্রেণীর হিন্দুদের মধ্যে ঐক্য গড়ে তোলার উপায় হিসেবে মানসিক ও শারীরিক উভয় ক্ষেত্রেই উৎসর্গ এবং শৃঙ্খলার উপর জোর দেওয়া হচ্ছে।
রাজ্যবর্ধন বলেন, “সংঘ ক্রমাগত দেশকে শক্তিশালী করার উদ্দেশ্যে কাজ করে চলেছে। এখন গোটা বিশ্ব ভারতকে সম্মানের চোখে দেখছে।”
অন্যান্য বক্তারাও বলেন যে, হিন্দু সম্প্রদায়কে শক্তিশালী করতে তাদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।