দিল্লির আরও এক ঐতিহাসিক স্থানের নাম পরিবর্তন করা হল। সম্প্রতি বদলে ফেলা হল রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত ‘মুঘল গার্ডেন’-এর নাম। ২৮ জানুয়ারি তারিখে নামকরণের পরে একদিনের মাথাতেই এই উদ্যানের উদ্বোধন করে দেওয়া হয়েছে। একইসঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানের পরেই একটি নির্দিষ্ট সময়ের জন্য উক্ত উদ্যান খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য।
কেন্দ্রীয় সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে স্বাধীনতার ৭৫-তম বর্ষ অমৃত মহোৎসব উদযাপনের অধীনে। কেন্দ্রীয় সরকার উদ্যোগে ২৮শে জানুয়ারি তারিখে রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী ‘মুঘল গার্ডেনের’ নাম পরিবর্তন করে ‘অমৃত উদ্যান’ করে দেওয়া হয়েছে। এরপরে রবিবারে তথা ২৯শে জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উদ্যানটির উদ্বোধন করেন। জানা গেছে, উদ্যানটি সর্ব সাধারণের জন্য ৩১শে জানুয়ারি তারিখ থেকে ২৬শে মার্চ তারিখ পর্যন্ত খোলা থাকবে।
৭৫-তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে করা এক বিশেষ ঘোষণার পরেই দিল্লির বিভিন্ন এলাকা থেকে ‘ঔপনিবেশিকতা ভাবসম্পন্ন’ চিহ্ন বা নাম বাতিল করা হবে। এরপরেই প্রথমে দিল্লির রাজপথের নাম পাল্টে দিয়ে কর্তব্যপথ নামকরণ করা হয়। তারপরে এই পদক্ষেপ নেওয়া হয় রেসকোর্সের ক্ষেত্রেও। এর নাম পরিবর্তন করে রাখা হয় লোকমান্য মার্গ।