রীতিমতো ফাঁদ পেতে উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police) এর গোয়েন্দা বিভাগ ধরলো এক বড় নারী পাচারকারী চক্রের পান্ডাদের।
পুলিশের কাছে আগেই খবর ছিল যে সদ্ভাবনা এক্সপ্রেসে নারী পাচার করছে এক দল দুষ্কৃতী। সেই মতো লখনৌ (L u c k n o w) এর চারবাগ রেল স্টেশনে (Charbag Railway station) সাদা পোষাকে উপস্থিত ছিলেন পুলিশের গোয়েন্দারা।
ট্রেন সাত নম্বর প্ল্যাটফর্ম (PF no 7) এ থামতেই শুরু হয় জোর তল্লাশি , তাই আর পালাবার পথ পায়নি পাচারকারীরা।
মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। নারী পাচারের অভিযোগে ধৃতরা হলো , জান মোহম্মদ (Jaan Muhammad) , মোহম্মদ হাসিম (Md Hasim) , লতিফ (Latif) , শাকিল (Shakil), শহীদ আলী (Shaheed Ali) ও আরমান (Armaan)। এদের হেফাজত থেকে তিনজন নারী ও দুইজন নাবালককে উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে , হায়দরাবাদে (H y d e r a b a d) একটি ১০ বছরের বালককে ধর্ষণ (r a p e) করার অভিযোগে পুলিশ গ্রেফতার করলো দারুল উলুমের (D a r u l U l o o m) একজন শিক্ষককে।
ধৃত শিক্ষকের নাম শোয়েব আখতার। শোয়েবের আসল বাড়ি বিহারে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের শাস্ত্রীপুরামে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তবে এই দুই ঘটনাতেই প্রবল উত্তেজনা ও চাঞ্চল্য তৈরী হয়েছে।