রামপুরহাট গণহত্যার স্মৃতি এখনও টাটকা। ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। এর মধ্যেই রামপুরহাটের বগটুইয়ের স্মৃতি ফিরল গলসিতে। ব্যবসায়ী খুনের বদলা নিতে অভিযুক্তের বাড়ি-সহ একাধিক বাড়িতে আগুন লাগানো হল। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে গলসি থানার পুলিশ।
সোমবার এলাকার রাস্তা থেকে উৎপল ঘোষ (২৮) নামে এক ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। গলসি এলাকায় পুকুরে মাছ চাষের ব্যবসা করতেন তিনি। মৃত ওই ব্যবসায়ীর মাথায় একটি আস্ত কুড়ুল বিদ্ধ ছিল। পরিবারের লোক ও গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুরষা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
ব্যবসায়ীর খুনে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামেরই বাসিন্দা মনোজ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই অভিযুক্তের বাড়ি সহ আরও দু’টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। সূত্রের খবর, আগুন ধরিয়ে দেওয়া হয় দু’টি ট্রাক্টর ও একটি গাড়িতে।
অন্যদিকে, রামপুরহাটের রেশ কাটার আগেই রাজ্যে এহেন খুন এবং অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা। পূর্ব বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, ‘চূড়ান্ত অবনতি হয়েছে গোটা রাজ্যের আইনশৃঙখলার। সাধারণ মানুষের কোনও রকম নিরাপত্তা নেই।’