নবান্ন সূত্রে খবর, বীরভূমের পুলিশ সুপারের পদ থেকে সাসপেন্ড হতে চলেছেন নগেন্দ্র ত্রিপাঠী। জানা গিয়েছে, আইসি, এসডিপিওর পর এবারে সাসপেন্ড হতে চলেছেন বীরভূমের পুলিশ সুপার। এমনটাই খবর পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই গ্রামে যান বৃহস্পতিবার।
সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী আক্রান্তদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি, ক্ষতিপূরণের ঘোষণা করেন। এরপর গ্রামবাসীদের সামনেই বলেন, ‘যত দ্রুত সম্ভব আনারুল হোসেনকে গ্রেফতার করতে হবে। কারণ, ও নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেনি। ও সব জানত।’ এরপর জানা যায়, মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে গিয়ে সাসপেন্ডের নির্দেশ দিয়েছেন বীরভূমের পুলিশ সুপারকে।
সূত্রের খবর, নগেন্দ্র ত্রিপাঠীর বদলে বীরভূমের পুলিশ সুপার হতে পারেন বর্তমানে কর্তব্যরত বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার।
2022-03-26