উত্তরপ্রদেশে করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। করোনা পরিস্থিতির ভয়াবহতা কথা মাথায় রেখে রাম বারাত নামে ধর্মীয় অনুষ্ঠান বাতিল করে দিল বিশ্বহিন্দু পরিষদ এবং ধর্ম যাত্রা মহাসংঘ। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে এ বছরের রাম বারাত বাতিল করা হয়েছে। সাধু এবং মোহন্তদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের কাছে আবেদন তারা বাড়িতে এবং মন্দিরে মাটির প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ ধ্বনি দিয়ে, পতাকা উত্তোলন ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই রীতি উদযাপন করুন। প্রতি পাঁচ বছর অন্তর অযোধ্যার বিভিন্ন মন্দির থেকে রাম বারাত বেরিয়ে জনকপুরের দিকে যায়। ভগবান রামের বিবাহ করতে যাওয়ার রীতিকে এখানে এই উৎসবের মাধ্যমে পালন করা হয়।
2020-11-28