পৃথিবীতে যত গুলি দেবমানব আছেন তাদের মধ্যে শ্রীরামের বিস্তার সবথেকে বেশি।মধ্যপ্রাচ্য থেকে সুদূরপ্রাচ্য প্রত্যেক স্থানেই বহু প্রাচীনকাল থেকে শ্রীরামের খ্যাতির বিস্তার ছিল।
প্রত্যেকটি দেবমানবের চরিত্র একটি বিষয়কে আলোকিত করে। শ্রীরাম তেমনই রাজধর্ম বা ক্ষত্রিয় ধর্মের সর্বত্তম আদর্শ। একজন পুত্র বা স্বমীর থেকেও শ্রীরাম হলেন একজন আদর্শরাজা যারা কাছে ক্ষত্রিয় ধর্ম আর প্রজা কল্যানই মূল বিষয়।
শ্রীরামই হলেন সেই ব্যক্তি যিনি তাঁর উপর দেবত্ব আরোপিত হবার বহু আগেই মানুষের কাছে আদর্শ রূপে পরিগনিত হয়েছিলেন, বলা ভালো রামায়ণ রচনার বহুপূর্বেই শ্রীরাম মানুষের আদর্শ হয়ে উঠেছিল যা পৃথিবীতে আর কারুর চরিত্রের মধ্যে পাওয়া যায়না।
বহুপ্রাচীনেই ভক্তদের স্থুল প্রেমে শ্রীরামের ঐতিহাসিক গুরুত্ব অবশ্যই কমেছে কিন্তু তিনি থেকে গেছেন তাঁর প্রজাদের হৃদয়ে একদম সহজাত ভাবে।
বেদে ঈশ্বরের বিভিন্ন নামের মধ্যে একটি নাম “বিরাট পুরুষ” বাস্তবিক শ্রীরাম হলেন মানুষের মধ্যেকারের সেই বিরাট পুরুষের প্রতীক।
পুরুষের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ রাজপুরুষ কারণ তার হাতেই প্রজার ভালো মন্দ নির্ভর করে। আর যে রাজপুরুষ নিজের স্বার্থকে ত্যাগ করে প্রজা কল্যানে নিজের রাজধর্মের মর্যদা ( সীমানা) উলঙ্ঘন করেনি তিনিই মর্যদাপুরুষোত্তম।।।
শ্রীরাম ভারতীয় সংস্কৃতি ও অস্তিত্বে কোটি কোটি ভারতীয়দের অস্মিতার আরেক নাম, যার ব্যপকতা ভারত ছাড়িয়ে সূদুর মধ্যপ্রাচ্যে থেকে সুদুর প্রাচ্য পর্যন্ত বিস্তৃত। এ দেশ রামের দেশ সুতরাং আপামর ভারতীয়র হৃদয়ে রাম থাকবেন যতদিন ভারত থাকবে।
শুভ রাম নবমী ????
✍️ সুমিত দা