লাদাখ সীমান্তে কড় নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সীমান্তে চিনা বাহিনীর আগ্রাসন রুখে দিয়েছে ভারতীয় সেনা। মঙ্গলবার সংসদে বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে এমনই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও জানিয়েছেন, চিনা বাহিনীর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। যে কোনও পরিস্থিতির জন্য ভারতীয় সেনা তৈরি রয়েছে।
মঙ্গলবার সংসদে ভারত-চিন সংঘাত প্রসঙ্গে মুখ খোলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত-চিন সংঘাত এখনও মেটেনি বলেই জানান তিনি। চিনের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজনাথ আরও জানিয়েছেন, দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করেছে চিন।
৩৮,০০০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে দখলদারির চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন সেনা। ভারত-চিন সংঘাত মিটতে ধৈর্য্য ধরা প্রয়োজন বলেও মনে করেন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ সিং বলেন, ‘‘শান্তি রক্ষা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তবে লাদাখে যে কোনও পরিস্থিতির জন্য আমরা তৈরি রয়েছি। সেখানে মোতায়েন সেনা-জওয়ানদের সাহস ও উত্সাহ অপরিসীম। দেশের ১৩০ কোটি মানুষ তাঁদের সঙ্গে রয়েছেন। তাঁদের জন্য টেন্ট, গোলাবারুদ, অস্ত্র সবই পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।’’
এদিন রাজ্যসভায় সেনাবাহিনীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি প্রস্তাব পেশ করেছেন রাজনাথ সিং। চলতি বছরের মার্চ মাস থেকেই প্যাংগং হ্রদের উত্তরে আগ্রাসী ভূমিকা চিনের। ২৯ ও ৩০ অগাস্ট ভারতীয় ভূখণ্ড দখলে এগোতে শুরু করে লাল ফৌজ।
ভারতীয় সেনাবাহিনীর পাল্টা প্রতিরোধে পিছিয়ে যায় চিনা সেনা। যদিও ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টার অভিযোগ উড়িয়েছে বেজিং। উল্টে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির অভিযোগ তুলেছে চিন।