ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত এবং প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে, তিন-দিনের সফরে রাশিয়ার রাজধানী মস্কো রওনা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এই সফরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫ তম বিজয় দিবসের প্যারেডে অংশ নেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেই সোমবার সকালে মস্কো রওনা দিয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার। সোমবার সকালেই প্রতিরক্ষা মন্ত্রী টুইট করেন, তিন-দিনের সফরে মস্কো রওনা হচ্ছি। রাশিয়ায় এই সফর ভারত-রাশিয়া প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য আমাকে সুযোগ প্রদান করবে। এছাড়াও মস্কোতে ৭৫ তম বিজয় দিবসের প্যারেডেও অংশ নেব।
টুইট করার কিছুক্ষণের মধ্যেই ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে মস্কো রওনা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেই মস্কো রওনা দিয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমারও। প্রসঙ্গত, তিন-দিনের সফরে রাশিয়ায় গিয়ে রাশিয়া-সহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গে দেখা করবেন রাজনাথ সিং, কিন্তু চিনের নেতাদের সঙ্গে দেখা করবেন না প্রতিরক্ষা মন্ত্রী! পূর্ব লাদাখে ভারত-চিন সেনার মধ্যে রক্তাক্ত সংঘর্ষের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর।