এতদিন আর্থিক পরিষেবা দফতরের সচিব ছিলেন রাজীব কুমার। মঙ্গলবার থেকে হলেন অর্থসচিব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটি তাঁকে অর্থসচিব পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়।
রাজীব কুমার ঝাড়খণ্ড থেকে ১৯৮৪ সালের ব্যাচের আইএএস ক্যাডার। কিছুদিন আগে সুভাষ চন্দ্র গর্গকে অর্থ সচিব থেকে বিদ্যুৎ সচিবের পদে বদলি করা হয়। তিনি স্বেচ্ছাবসর চেয়েছেন।
দেশের ব্যাঙ্কিং সেক্টরে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের সঙ্গে রাজীব কুমার যুক্ত ছিলেন। তাঁর উদ্যোগে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগ করা হয়। সেই অর্থের একাংশ বাজার থেকে ধার নেওয়া হয়েছিল। বাকি অংশ বাজেটে বরাদ্দ করা হয়। এর ফলে ব্যাঙ্কগুলি অনাদায়ী ঋণ আদায়ের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। গত আর্থিক বছরে বিপুল পরিমাণ অনাদায়ী ঋণ উদ্ধার করা সম্ভব হয়। চলতি বছরের প্রথম ত্রৈমাসিক থেকে ব্যাঙ্কগুলি লাভ করতে থাকে।
অর্থমন্ত্রকে পোস্টিং হওয়ার আগে রাজীব কুমার পার্সোনেল অ্যান্ড ট্রেনিং দফতরে এস্টাবলিশমেন্ট অফিসার ছিলেন।