উইকিলিকস প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল। উইকিলিকস অভিযোগ করে জানায়, ইন্ডিয়ান এয়ারলাইন্সের জন্য কাজ করার সময় রাজীব গান্ধী সুইডেনের একটি কোম্পানির হয়ে এজেন্টের মত কাজ করছিল।
ইংরেজি পত্রিকা দ্য হিন্দুতে ছাপা একটি খবরের অনুসারে সুইডেনের Saab-Scania কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করতেন রাজীব গান্ধী। ওই কোম্পানি ভারতে যুদ্ধ বিমান বেচত। কিন্তু সেই সময় ওই চুক্তি হয়েছিল না, আর সুইডেনের ওই কোম্পানির যায়গায় ব্রিটিশ কোম্পানি জ্যাগুয়ার ওই চুক্তি করেছিল।
ওই তথ্য সামনে আসার পর বিজেপি গান্ধী পরিবারের কাছে জবাব চেয়েছে। বিজেপি জানায়, এই পুরো ঘটনায় তৎকালীন কংগ্রেস সরকার এবং গান্ধী পরিবারকে সর্বসমক্ষে এসে এর সাফাই দিতে হবে।
উল্লেখ্য, কুত লিন্ডস্ট্রম ওয়েবসাইট “দ্য হুট” এ দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে বোফর্স চুক্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার কোন প্রমাণ ছিল না। কিন্তু ইতালীয় ব্যবসায়ী ওটাভিও কোয়াট্রচির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ সত্ত্বেও, তাকে দেশ থেকে নিরাপদে বাইরে যেতে দেওয়া হয়েছিল রাজীব গান্ধীর আমলে।
সুইডেনের অস্ত্র সংস্থা বোফর্সের উপর ভারতীয় সেনাবাহিনীর কাছে কামান সরবরাহের চুক্তিতে ৮০ লক্ষ ডলারের দালালি খাওয়ার অভিযোগ আছে।