আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা AI নিয়ে পাঁচ দিনের ভার্চুয়াল আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ সোমবার, ৫ অক্টোবর সন্ধে ৭টায় এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷ ভারত সরকার এবং শিল্প ও শিক্ষাক্ষেত্রের অগ্রণীদের যৌথ উদ্যোগে Responsible AI for Social Empowerment (RAISE2020)-এর আয়োজন করা হয়েছে৷
স্বাস্থ্যক্ষেত্র, কৃষিক্ষেত্র, শিক্ষা এবং স্মার্ট মোবিলিটির মতো বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আরও বেশি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধার ব্যবহার বাড়ানো যায়, সেই লক্ষ্যে আন্তর্জাতিক স্তরে মতামত বিনিময় এবং একটি কার্যপদ্ধতি তৈরি করাই এই সম্মেলনের লক্ষ্য৷
এ দিন ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘RAISE2020 ভার্চুয়াল সম্মেলনে যোগদান করার জন্য মুখিয়ে রয়েছি৷ বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞরা AI-এর বিভিন্ন দিক নিয়ে এই সম্মেলনে মতামত বিনিময় করবেন৷’
গত জুন মাসেই গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (GPAI)-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দিয়েছিল ভারত৷ GPAI-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি, জার্মানি, জাপান, মেক্সিকো, কোরিয়া প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরের মতো বিশ্বের অগ্রণী অর্থনীতির দেশগুলির সঙ্গী হয়েছে ভারত৷
একনজরে দেখে নেওয়া যাক RAISE 2020 সম্পর্কিত বিশেষ কয়েকটি তথ্য-
১. RAISE 2020 কৃত্রিম মেধা নিয়ে আলোচনার জন্য একটি শীর্ষ সম্মেলন৷ ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এই আলোচনা চলবে৷ প্রতিদিন সকাল ১০.৩০ টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আলোচনা চলবে৷
২. করোনা অতিমারির কথা মাথায় রেখে ভার্চুয়াল মাধ্যমেই আলোচনা হবে৷ রেজিস্ট্রেশন করে এই আলোচনা ভার্চুয়াল মাধ্যমে দেখা যাবে ও অংশগ্রহণ করা যাবে৷
৩. যাঁরা এই আলোচনায় অংশ নিতে চান, তাঁরা RAISE 2020-এর অফিসিয়াল ওয়েবসাইট raise2020.indiaai.gov.in-এ গিয়ে নাম নথিভুক্ত করাতে পারেন৷ এই সম্মেলনের সমস্ত আলোচনাই বিনামূল্যে দেখা যাবে এবং অংশ নেওয়া যাবে৷
৪. আন্তর্জাতিক শিল্প, শিক্ষা, নীতি নির্ধারণ এবং সরকারি ক্ষেত্রের অগ্রণী নেতৃবৃন্দ এবং ব্যক্তিত্বরা এই আলোচনায় অংশ নেবেন৷
৫. আগামী পাঁচ দিন এই আলোচনা সভায় বক্তাদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি, আইবিএম-এর সিইও অরবিন্দ কৃষ্ণ, FICCI-এর প্রেসিডেন্ট এবং অ্যাপোলো হসপিটালস গ্রুপের জয়েন্ট সিইও সঙ্গীতা রেড্ডি এবং ন্যাসকমের প্রেসিডেন্ট দেবযানী ঘোষ প্রমুখ৷