রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। আবার ওই ম্যাচেই সতীর্থ সুরেশ রায়নাকে টপকে যাওয়ার পাশাপাশি ভারতের মহিলা ক্রিকেট দলের আইকন হরমনপ্রীত কৌরকে ছুঁয়েছেন হিটম্যান।
রোহিতের ১০০
রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন রোহিত শর্মা। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার (পুরুষ ও মহিলা মিলিয়ে) হিসেবে এই নজিরের মালিক হলেন হিটম্যান। দেশের পুরুষ ক্রিকেটারদের মধ্যে এই নজির অন্য কারও নেই। রোহিতের পর তালিকায় রয়েছেন লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। টিম ইন্ডিয়ার জার্সিতে ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
হরমনপ্রীতকে ছুঁলেন
ভারতের জার্সিতে ইতিমধ্যেই ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন দেশের মহিলা ক্রিকেটের আইকন হরমনপ্রীত কৌর। রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে হরমনপ্রীতের রেকর্ড ছুঁলেন রোহিত।
বিশ্ব তালিকায় দুই
সর্বাধিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিশ্ব তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন রোহিত শর্মা। শীর্ষে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক (১১১টি টি-টোয়েন্টি ম্যাচ)।
রায়নাকে টপকে
আন্তর্জাতিক সহ বস ধরনের টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে ৮৩৯২ রান রয়েছে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার ঝুলিতে। রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাট করে সেই রান টপকে গিয়েছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে ৮৪০৬ রানের মালিক হিটম্যান।
শীর্ষে কে
সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বের সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন ক্যারিবিয়ান লেজেন্ড ক্রিস গেইল। ২০ ওভারের ক্রিকেটে ১৩০৫১ রানের মালিক তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (৮৫৫৬ টি-টোয়েন্টি রান)।