অসমের (Assam) বন্যা পরিস্থিতির মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাসে অশনি সংকেত দেখছে রাজ্য সরকার। আবহাওয়ার দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা অতি সক্রিয়। এর প্রভাবে দক্ষিণা বাতাসের ওপর ভর করে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। এর ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্য বিশেষ করে অসম, মেঘালয়ে প্রবল বৃষ্টি। অতি ভারী বৃষ্টি হবে সিকিম ও উত্তরবঙ্গে।কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৮৯ শতাংশ।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শুক্রবার অতি ভারী বৃষ্টি দার্জিলিং ও কালিম্পংয়ে। ফলে ধসের সতর্কতাও জারি রয়েছে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি, জেলায় শনিবারের পূর্বাভাস। রবিবারেও দার্জিলিং সহ ৫ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় দু-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানের মত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।