এ বার রেলের নিজস্ব ‘কম্যান্ডো বাহিনী’, যাত্রীসুরক্ষায় নতুন ব্যবস্থা

রেলওয়ে প্রোটেকশন ফোর্স ( আরপিএফ ) আগেই ছিল। এ বার নিজস্ব কম্যান্ডো বাহিনী আনল রেল। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীর, নকশাল অধ্যুষিত এলাকাগুলিতে ট্রেনের সুরক্ষার দায়িত্বে থাকবে এই কম্যান্ডো ফোর্স। আপাতত ১২০০ কম্যান্ডো আনছে রেলমন্ত্রক। এই কম্যান্ডো বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘কম্যান্ডোজ ফর রেলওয়ে সেফটি’ ( কোরাস )।

বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এই অনুষ্ঠান থেকেই আরপিএফ-এর ডিরেক্টর জেনারেল অরুণ কুমার বলেন, “এই ১২০০ কম্যান্ডোকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রশিক্ষণ নেওয়ার ফলে এই কম্যান্ডোরা শারীরিকভাবে আরও শক্তিশালী। এ ছাড়াও তারা যে অস্ত্র ব্যবহার করে তা আরও আধুনিক। গোটা ভারতে আমাদের রেলের নেটওয়ার্ক আছে। জম্মু-কাশ্মীর, ভারতের উত্তর-পূর্ব এলাকা, ছত্তীসগড়-এর মাওবাদী অধ্যুষিত এলাকাতে মাঝেমধ্যেই ট্রেন অবরোধ, কিংবা নাশকতা ঘটানোর চেষ্টা করা হয়। সেইসব পরিস্থিতি মোকাবিলার জন্য এই কম্যান্ডোরা বিশেষভাবে দক্ষ। তাদেরকে এইসব এলাকাতেই মোতায়েন করা হবে।”

রেল মন্ত্রক সূত্রে খবর, এই কোরাস কম্যান্ডোরা বেসিক ও অ্যাডভান্সড সব ধরণের প্রশিক্ষণ নিয়েছেন। ল্যান্ডমাইন, আইইডি, যাত্রীদের পণবন্দি করে রাখার মতো পরিস্থিতিতে ঠাণ্ডা মাথায় অপারেশন করতে পারদর্শী এই কম্যান্ডোরা। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সঙ্গেই কাজ করবে এই কম্যান্ডোরা। তাদের নেতৃত্ব দেবেন ডিজি র‍্যাঙ্কের অফিসার। এই কোরাস কম্যান্ডোদের জন্য আলাদা পোশাক, বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেটের বন্দোবস্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

অবশ্য কোন এলাকায় কত কম্যান্ডো মোতায়েন থাকবে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি রেল মন্ত্রক।

জানা গিয়েছে, আরপিএফ-এর ১৪ ব্যাটেলিয়নের কর্মীদেরকেই প্রশিক্ষণ দিয়ে এই কোরাস কম্যান্ডোতে পরিণত করা হয়েছে। শিগগির তাদের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে রেলমন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.