দেশের সাধারণ মানুষকে স্বস্তির খবর শোনাল রেল মন্ত্রক। বেশ কদিন ধরে গুঞ্জন চলছিল যে, গরিব রথ ট্রেন বন্ধ করে দেওয়া হবে।
আজ রেল মন্ত্রকের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে বলা হয় যে, গরিব রথ ট্রেন বন্ধ হবেনা, আগের মতই চলবে। এর আগে চারিদিক থেকে খবর শোনা যাচ্ছিল যে, কেন্দ্র সরকার গরিব রথ বন্ধ করে সেটিকে মেল অথবা এক্সপ্রেস ট্রেনে বদলে দেবে।
রেল মন্ত্রকের ট্যুইটে সব গুঞ্জনের অবসান ঘটে। রেল মন্ত্রক ট্যুইট করে জানায়, বর্তমান সময়ে রেলের তরফ থেকে ২৬ টি গরিব রথ চালানো হচ্ছে। গরিব রথে ১২ টি করে কোচ থাকে, আর সব কোচই এসি। এই ট্রেনের যাত্রী ভাড়া অন্য ট্রেন গুলোর তুলনায় কম বলে, এই ট্রেন গোটা ভারতে খুবই জনপ্রিয়।
রেল মন্ত্রক কাঠগোদাম আর জম্মু তাওয়াই এর মধ্যে চলা ট্রেন 12207/08 গরিব রথ এক্সপ্রেস আর কানপুর থেকে কাঠগোদামের মধ্যে চলা ট্রেন সংখ্যা 12209/10 গরিব রথ এক্সপ্রেস আগামী ৪ঠা আগস্ট থেকে আবারও বহাল করতে চলেছে।
মন্ত্রালয়ের এক আধিকারিক জানান, গরিব রথ ট্রেন গুলোকে বদল করার কোন পরিকল্পনা চলছে না। এই ট্রেন গুলো পুনরায় বহাল হলেই, যাত্রীরা আবার আগের মতো কম দামে টিকিট পাওয়া শুরু করে দেবে। গরিব রথ, গরিব মানুষদের আর্থিক স্থিতি দেখে চালানো হয়। আর এই জন্য অনান্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় এই ট্রেনের ভাড়া তুলনামূলক ভাবে অনেক কম।