মেরঠ যাওয়ার পথে রাহুল-প্রিয়াঙ্কাকে বাধা পুলিশের, ফিরলেন দিল্লিতে

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে কিছুদিন আগেই উত্তাল হয়েছিল উত্তর প্রদেশ| শুধুমাত্র উত্তর প্রদেশের মেরঠেই বিক্ষোভ-হিংসায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের| গত সপ্তাহে সিএএ প্রতিবাদ-বিক্ষোভের সময় মেরঠে মৃতদের পরিজনদের সঙ্গে, মঙ্গলবার সাক্ষাৎ করার কথা ছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরার| কিন্তু, রাহুল ও প্রিয়াঙ্কাকে মেরঠে প্রবেশের অনুমতি দিল না উত্তর প্রদেশ পুলিশ| ফলে মেরঠে যাওয়ার পরিবর্তে দিল্লি ফিরলেন রাহুল ও প্রিয়াঙ্কা| মঙ্গলবার মেরঠ সীমান্তেই আটকে দেওয়া হয় রাহুল ও প্রিয়াঙ্কাকে| পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ১৪৪ ধারা জারি রয়েছে, তাই অনুমতি দেওয়া সম্ভব নয়| রাহুল তখন পুলিশ কর্মীদের প্রশ্ন করেন, ‘আপনাদের কাছে নির্দেশ রয়েছে?’ পরে নিহতদের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন রাহুল ও প্রিয়াঙ্কা| সেখান থেকেই তাঁরা দিল্লি ফেরেন| এদিকে, সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে উস্কানিমূলক মন্তব্য করায় মামলা দায়ের হল কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং আসাদউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.