পাপ্পু। সাধারণত কাউকে ‘বোকা’ বোঝাতে এই নামেই ডাকা হয়। রাহুল গান্ধীকেও ‘পাপ্পু’ নামে ডাকেন অনেকেই। এবার সেই বদনাম ঘোচাতে আসরে নামলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তিনি বলেন, ‘রাহুলের মতো বুদ্ধিমান এবং দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিকে ‘পাপ্পু’ বলাটা দুর্ভাগ্যজনক’।
ভারতের শীর্ষ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের মতে, রাহুল গান্ধীর ‘পাপ্পু’ ইমেজ ‘বেশ দুর্ভাগ্যজনক’। এর পরই রাহুলকে প্রশংসায় ভরিয়ে দিয়ে রাজনের দাবি ওয়ানাডের সাংসদ বেশ ‘স্মার্ট ব্যক্তিত্ব’। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক সামিটের ফাঁকে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রঘুরাম রাজন বলেন, ‘আমি মনে করি, রাহুল গান্ধীর এই ইমেজটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি প্রায় এক দশক ধরে তাদের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করেছি, তিনি কোনভাবেই একজন ‘পাপ্পু’ বা বোকা নন। সে একজন স্মার্ট, তরুণ, কৌতূহলী মানুষ।’
কেন তিনি রাহুলের নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় হেঁটেছেন সে কথাও এদিন খোলসা করেন রঘুরাম। তিনি বলেন, ‘আমি ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছি কারণ আমি এই যাত্রার মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছি। আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক নীতির সমালোচনাও করেছেন রঘুরাম রাজন। তবে এই প্রথম নয় এর আগেও তাঁর গলায় মোদি সরকারের সমালোচনা শোনা গিয়েছিল একাধিক বার। অনেকেই মনে করেন তিনি নাকি কেন্দ্রের বিজেপি সরকাররে ঘোর বিরোধী। তবে ভারতের অর্থনীতি প্রসঙ্গে আরবিআই-এর প্রাক্তন গভর্নর বলেন, তিনি মনমোহন সিং-এর নেতৃত্বে কংগ্রেস সরকারেরও সমালোচনা করেছেন এক সময়। তবে, কংগ্রেসের পদযাত্রার যোগ দেওয়ার পর যে চর্চা শুরু হয়, তাই আরও একবার উস্কে গেল রঘুরাম রাজনের গলায় রাহুল গান্ধীর প্রশংসা শোনার পর।