আম আদমি পার্টি এবং কংগ্রেস, বিশেষ করে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা দেশের সংখ্যালঘুদের বিভ্রান্ত করছেন| সিএএ-র অধীনে কারও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না, বরং নাগরিকত্ব দেওয়া হবে| সোমবার দিল্লির তুঘলকাবাদে ‘দিল্লি সাইকেল ওয়াক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)ইস্যুতে কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ)-কে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘আম আদমি পার্টি এবং কংগ্রেস, বিশেষ করে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা দেশের সংখ্যালঘুদের বিভ্রান্ত করছেন| সিএএ-র অধীনে কারও নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না, বরং নাগরিকত্ব দেওয়া হবে| এই সমস্ত দলগুলিই দাঙ্গার জন্য দায়ী|’
অমিত শাহ এদিন আরও বলেছেন, ‘যে সমস্ত পড়ুয়ারা দেশবিরোধী স্লোগান দেয়, তাঁদের জেলে পাঠানো উচিত নাকি উচিত নয়? কিন্তু, তাঁদের বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশকে অনুমতিই দিচ্ছেন না কেজরিওয়াল|’ অরবিন্দ কেজরিওয়াল সরকারকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ‘দিল্লির আপ সরকার সর্বাধিক ক্ষতি করেছে দিল্লির দরিদ্র মানুষ ও গ্রামগুলির| শুধুমাত্র রাজনৈতিক স্বার্থেই আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়িত হতে দিচ্ছেন না কেজরিওয়াল| এবারের নির্বাচনে দরিদ্র মানুষেরাই আপনাকে জিজ্ঞাসা করবে| জনগণ আপনাকে খুব ভালোভাবেই চিনে ফেলেছে, এমসিডি এবং লোকসভা নির্বাচনে তাই আপ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে|’
কেজরিওয়ালকে খোঁচা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘কেজরিওয়ালজি আপনি আসলে ভয় পাচ্ছেন, দিল্লিতে যদি আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হয়ে যায় তাহলে দিল্লির জনগণ এবং মোদীজির মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি হবে| কেজরিওয়ালজি আপনার চিন্তাভাবনা মোটেও সঠিক নয়, সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এবং দিল্লির জনগণ মোদীজির সঙ্গেই আছেন|’ অমিত শাহ আরও বলেছেন, ‘কেজরিওয়ালজি আপনি দিল্লিতে ১৫ লক্ষ সিসিটিভি ক্যামেরা বসানোর কথা বলেছেন, কিন্তু দিল্লিবাসী এখনও সিসিটিভি ক্যামেরা খুঁজে চলেছেন| দিল্লিতে পাঁচ বছরের পরিবর্তে ৫ মাসের চলেছে| পাঁচ বছরে কেজরিওয়াল সরকার কিছুই করেনি| শুধুমাত্র পাঁচ মাসে বিজ্ঞাপন দিয়ে দিল্লির মানুষের চোখে ধুলো দেওয়ার কাজ করেছেন|’দিল্লির জনগণের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা, ‘দিল্লির বস্তিতে বসবাসকারী মানুষজনকে আমি বলতে চাই, আপনারা চিন্তা করবেন না| যেখানে বস্তি রয়েছে, সেখানে বাড়ি দেওয়ার কাজ করতে চলেছেন নরেন্দ্র মোদী| একটি পাইলট প্রকল্পও শুরু হয়েছে, ২০ হাজার বস্তিতে বাড়ি দেওয়ার কাজও শুরু হয়েছে|’ ‘দিল্লি সাইকেল ওয়াক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি নিশ্চিত, পরিকল্পনা মতো সাইকেল ট্র্যাক যখন বাস্তবায়িত হবে, তখন দিল্লির দূষণ ২০ শতাংশ কমে যাবে| দিল্লির এই নতুন রাস্তায় যখন ৫০ লক্ষেরও বেশি যাত্রী সাইকেল চালাবেন, তখন সাইকেল চালানোই ফ্যাশনে পরিণত হবে|’
2020-01-06