গত কয়েক বছর ধরেই রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে একাধিক ইস্যুতে মোদী সরকারের তীব্র সমালোচনা করতে দেখা গিয়েছে। সেই সময় থেকেই তাঁর সঙ্গে কংগ্রেসের ঘনিষ্ঠতা নিয়ে সরব হয় বিজেপি। এবার রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রায় হাঁটতে দেখা গেল রাজনকে। কংগ্রেস নেতার সঙ্গে তাঁর পা মেলানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুধবার রাজস্থানের সোয়াই মাধোপুরে রাহুলের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভার্নরকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাঁটতে হাঁটতে শীর্ষ কংগ্রেস নেতার সঙ্গে কোনও বিষয়ে আলাপচারি রাজন। রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নেওয়া নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভার্নর। তবে এর আগেও স্বক্ষেত্রে প্রখ্যাতদের ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে দেখা গিয়েছে।
কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় হেঁটেছেন সমাজকর্মী মেধা পাটেকর, স্বঘোষিত ধর্মগুরু নামদেভ দাস ত্যাগী ওরফে কম্পিউটার বাবা। এছাড়াও অভিনেতা স্বরা ভাস্কর, অমল পালেকর, রিয়া সেন, বক্সার বিজেন্দ্র সিংকে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় অংশ নিতে দেখা গিয়েছে। ভারত জোড়ো যাত্রায় তারকাদের অংশগ্রহণ নিয়ে কটাক্ষ করেছিল বিজেপি। তারা অভিযোগ করেছিল, যাত্রায় অংশ নিতে ঘণ্টা হিসেবে তারকাদের টাকা দিচ্ছে কংগ্রেস। পালটা প্রতিক্রিয়ায় কংগ্রেসের পাশাপাশি গেরুয়া শিবিরের এই মন্তব্যের তীব্র নিন্দা করেন ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়া অভিনেতারা।