বায়ুসেনার হাতে রাফাল যুদ্ধ বিমান থাকলে বালাকোটের হামলা আরও কার্যকর হত। এদিন একথা জানালেন ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। এরোস্পেস এর একটি আলোচনাসভায় উপস্থিত হয়ে এই মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সময়মতো বায়ুসেনায় হাতে রাফালে যুদ্ধবিমান চলে এলে বালাকোটের হামলার ফল আরও বেশি করে ভারতের পক্ষে থাকত। তিনি বলেন, তথাপি বালাকোট হামলায় প্রযুক্তি আমাদের সঙ্গেই ছিল। ফলে প্রায় নিখুঁতভাবে অপারেশন করা হয়েছে। কারণ আমরা মিগ ২১, বাইসন ও মিরাজ ২০০- বিমান সময়ের সঙ্গে সঙ্গে আপগ্রেড করেছিলাম। তবে ফলাফল আরও ভালো হত সম্ভবত যদি সময়ে আমরা রাফাল পেতাম।
প্রসঙ্গত, ভারত ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফালে জেট যুদ্ধবিমান কিনছে। সীমান্তপার সন্ত্রাস ঠেকাতে এই যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার ক্ষমতা একলাফে অনেকটা বাড়িয়ে দেবে বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। যদিও সেই বিমান কেনা নিয়ে চলছে শাসক-বিরোধী চাপানউতোর।