বাংলাদেশের হিন্দু হত্যার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলো হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। হাফ
তাদের টুইটার পেজে বলে বাংলাদেশের ৩৩ টি জেলায় ৩৩৫ টি হিন্দু মন্দির গুঁড়িয়ে দেয়া হয়েছে , ৭ জন পুরোহিতকে হত্যা করা হয়েছে।
এক পডকাস্ট বার্তায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাংলাদেশী এক্টিভিস্টকে বলতে শোনা যায় কিভাবে একই দিনে কুমিল্লার নানুয়া দীঘির পারে কোরান অবমাননাকে কেন্দ্র করে ১৬ টি মন্দির ভেঙে দেয়া হয়।
আমেরিকার স্টেট্ ডিপার্টমেন্টের শীর্ষ আধিকারিক নেড প্রাইস ও টুইট বার্তায় এই ঘটনার নিন্দা করেন।
“দূর্গা পুজোর সময় হিন্দু মন্দিরের ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর ভয়ঙ্কর আক্রমণের তীব্র নিন্দা জানাই। আমরা হিন্দুদের বেদনায় সমব্যাথী,” প্রাইস টুইট বার্তায় বলেন।
তিনি বাংলাদেশ সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান। এছাড়াও বলেন ধৰ্ম পালনের অধিকার হলো মানবাধিকার।
বাংলাদেশস্থিত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল আর মিলার ও এই ঘটনার নিন্দা জানান। এদিকে এরই মাঝে, মতুয়াদের মন্দির ভাঙলো জেহাদিরা।
ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে আজকে সকল ৬ টার সময় মতুয়াদের মন্দির ভাঙা হয় বলে খবর।