ছয়টি সেনা বাঙ্কার গুঁড়িয়ে দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত। নিহত দুই পাকিস্তানি সেনা জওয়ান। আহত বহু। ঘটনার সূত্রপাত রবিবার। সেদিন পুঞ্চের কিরনি, শাহপুর, গুনতরিয়া সেক্টরে ভারতীয় সেনা ছাউনি এবং স্থানীয় গ্রামগুলিকে লক্ষ্য করে গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। মর্টার দিয়ে শেলিং করার পাশাপাশি মাঝারি ও ছোট স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তানি সেনা। পাল্টা যোগ্য জবাব দেয় ভারত। ওদিন সারাদিন ধরে চলে বারে বারে গোলাবর্ষণ করে পাকিস্তান। রবিবার গভীর রাতে শাহপুর সেক্টরে ছয়টি সেনা বাঙ্কার গুঁড়িয়ে দিয়ে যোগ্য জবাব দেয় ভারত। হামলায় দুই পাক জওয়ানের মৃত্যু হয়েছে। অন্যদিকে সীমান্তবর্তী লাগোয়া ভারতীয় গ্রামগুলিতে পাকিস্তানি গোলায় প্রায় ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন একাধিক গ্রামবাসী। আহতদের উদ্ধার করে রাজা সুখদেও সিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ করা যেতে পারে গত তিনদিন ধরে পুঞ্চ সেক্টরে গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান।
2019-12-02