ফের নাশকতার ছক কষছে পাকিস্তানের জঙ্গিরা। গোয়েন্দা সংস্থা বুধবার এই তথ্য জানিয়েছে। পঞ্জাব লাগোয়া অঞ্চলগুলিতে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর আগেও গোয়েন্দা সংস্থা তথ্য দিয়েছিল যে ভারতীয় নিরাপত্তা ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করছে জঙ্গিরা।
এদিন গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, পাকিস্তানের বিরাট একটি জঙ্গিদল ভারতের মাটিতে হামলার ছক নিয়ে ঢুকেছে। নতুন করে এই তথ্য দেওয়ার পরই নিরাপত্তা সংস্থাগুলি সেনা ঘাঁটিগুলিতে কমলা সতর্কতা জারি করেছে। পাঠানকোট, জম্মু, শ্রীনগর, অবন্তিপুরাতে জারি হয়েছে হাই অ্যালার্ট। লাল সতর্কতার পরেই আসে কমলা সতর্কতা।
কেন্দ্রের সূত্রে খবর, “পঞ্জাব এবং জম্মু লাগোয়া সেনা ঘাঁটিগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। পাঠানকোট এবং জম্মুতে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। বুধবার সকালেই এই তথ্য পাওয়ার পর সবরকম ব্যবস্থা নিয়েছে সেনা ঘাঁটিগুলিকে সুরক্ষিত রাখার জন্য।”
কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই জঙ্গি হামলার সম্ভাবনার উল্লেখ পেয়ে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পরই অগস্টের ৫ তারিখ কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বিদেশমন্ত্রক জানিয়েছে, চলতি বছরে দু’হাজারেরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। নিশানা করেছে সাধারণ মানুষকে। অথচ ভারতের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের কালি ছেটাচ্ছে পাকিস্তান। প্রায় একুশ জন সাধারণের মৃত্যু হয়েছে, এমনটাই জানাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক। পাশাপাশি পাকিস্তানের একাধিক অনুপ্রবেশ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের কথাও উল্লেখ করা হয় বিদেশমন্ত্রকের তরফে।