হোলিতে রং দেওয়ার শাস্তি! হিন্দু যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল সাব্বির

হোলিতে রং দেওয়ার জন্য যুবকের গায়ে আগুন ধরিয়ে দিল এক মুসলিম ব্যক্তি। শরীরের অনেকটা অংশই পুড়ে গিয়েছে তাঁর। অন্ধ্রের মেডাক জেলার ঘটনা।

পুলিশ জানিয়েছে, বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে রাস্তায় রং খেলায় মেতেছিলেন বি আজাইয়া নামের ওই যুবক। সেই সময় রাস্তা দিয়ে মোটরবাইকে করে যাচ্ছিলেন মহম্মদ আব্দুল সাব্বির নামের এক ব্যক্তি। তাঁকে লক্ষ্য করে রং ছোঁড়েন আজাইয়া।

ওই বাইকআরোহী দাঁড়িয়ে পড়লে তাঁর মুখেও রং মাখিয়ে দেওয়া হয়। হোলির দিন এমন দৃশ্য ভীষণ স্বাভাবিক। পথচলতিদের লক্ষ্য করে আবির কিংবা পিচকিরিতে রং ভরে ছোঁড়া হয়। কিন্তু তার যে এই করুণ পরিণতি হবে, তা হয়তো কল্পনাও করেননি সেখানে উপস্থিত বাকিরা।

আব্দুল সাব্বিরকে রং লাগাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি। অভিযোগ, বাইকের ট্যাঙ্ক খুলে পেট্রল বের করে প্রথমে বোতলে ভরেন। তারপর সেই পেট্রল আজাইয়ার গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন।

একনিমেষে চোখের সামনে এমন ঘটনা দেখে রীতিমতো থতমত খেয়ে যান প্রত্যক্ষদর্শীরা। আগুনে জ্বলতে থাকা যুবকের চিৎকার শুনেই সেখান থেকে চম্পট দেন সাব্বির। কোনওক্রমে যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজাইয়ার হাত ও কাঁধের অনেকটা অংশ ঝলসে গিয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক।

অভিযুক্ত সাব্বিরের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক তিনি। তাঁর খোঁজে চলছে তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.