বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুসলিম যুবক এবং মহিলাদের উপর একের পর এক অত্যাচারের ঘটনা ঘটছে উত্তর প্রদেশে। দুদিন আগেই স্বজাতির হাতে খুন হওয়া বাবর আলির নাম জানা গিয়েছিল। এবার সামনে এল এক মুসলিম প্রৌঢ়ার কথা। বিজেপিকে ভোট দেওয়ার জন্য তাঁকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে গুণধর ছেলে এবং তাঁর স্ত্রী।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আমেঠিতে। জানা গিয়েছে, বিজেপিকে ভোট দেওয়ার ‘অপরাধে’ ছেলে এবং তাঁর স্ত্রী মিলে এক বৃদ্ধা মহিলাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর সেই বৃদ্ধা মহিলা বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় থানায় গিয়ে তাঁর অভিযোগ জানান। প্রাপ্ত খবর অনুযায়ী, বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার কারণেই ক্ষোভে ফেটে পরে বৃদ্ধার সন্তান ও তাঁর পুত্রবধূ এবং সেই কারণেই বৃদ্ধাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।
পুলিশ প্রশাসন এবং সেই এলাকার পৌরপ্রধান উভয়পক্ষই জানিয়েছে যে সন্তান এবং মায়ের মধ্যে জমি সংক্রান্ত বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে। ফলে ঘটনাটির সত্যতা কী, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। প্রসঙ্গত, কুশিনগরে বাবর আলি হত্যা মামলায় পুলিশ আপাতত ৪ জনকে গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর বাবর নামের এক মুসলিম যুবক যোগীর জয়ের আনন্দে মিষ্টি বিলি করেছিলেন। সে জন্যই মুসলিম জনতার হাতে তাঁকে খুন হতে হয় বলে জানা গিয়েছে।
সদ্য সমাপ্ত হওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গোটা রাজ্যে শান্তির বার্তা দিয়েছেন। কিন্তু সেই শান্তির বার্তার মধ্যে উল্টে শাসক দলের কর্মী সমর্থকদের উপর অত্যাচারের ঘটনা উঠে আসেছে। যা যথেষ্ট চিন্তাজনক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।