ফের উত্তপ্ত পুলাওয়ামা! গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে বিএসএফ সেনাদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়ে যায়। এই গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত তিন জঙ্গির মৃত্যু হয়েছে। মৃত জঙ্গিদের মধ্যে রয়েছে লস্কর-ই-তইবা কম্যান্ডার আবু হুরাইরা। কিন্তু বাকি দুই নিহত জঙ্গিকে শনাক্ত করা যায়নি। এই খবর প্রকাশ্যে এনেছেন কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিনয় কুমার।
বিনয় কুমার জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হওয়ায় এনকাউন্টার অপারেশন শুরু করে বিএসএফ জওয়ানরা। জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়েছিলেন, পুলওয়ামায় গা ঢাকা দিয়ে রয়েছে জঙ্গিরা, তাই গভীর রাতেই পুলওয়ামায় হানা দেয় বিএসএফ। তারপর সেখানে পৌঁছেই তল্লাশি শুরু করে দেয় তাঁরা।
জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, সেখানে জঙ্গিরা জওয়ানদের দেখতে পেয়েই গুলি চালাতে শুরু করে। তখনই পাল্টা গুলি চালায় জওয়ানরা। অবশেষে গুলির লড়াইয়ে ৩ জঙ্গি নিহত হয়। সেই এলাকা থেকে জওয়ানরা প্রচুর অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। এদিন ফের জম্মুর আকাশে উঁকি মারতে দেখা যায় ড্রোন।