বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় শতকরা হারের দিক থেকে সবচেয়ে বেশী হিন্দু বাস করেন।
প্রায় ৩৫% হিন্দু নিয়ে ওই জেলায়, হিন্দুরা ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছেন ।
বছর তিনেক আগে এক মসজিদের কাছে দিয়ে যাওয়ার সময় রথ যাত্রার উপর একদল লোক আক্রমণ করে। ওই আক্রমণে ৬ জন গুরুতর আহত হয়।
ওই রক্তাক্ত স্মৃতিকে উস্কে দিয়ে ঈদের দিনে সাত সকালেই শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ জেলার হিন্দু অধ্যুষিত কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন এর পারাকাটা বাজারে সংখ্যালঘু হিন্দুদের ওপর জেহাদি জনতা ভয়াবহ আক্রমণ করে। এই ঘটনায় ২৫ জন গুরুতর আহত হয়। আহতরা কোটালীপাড়া পুলিশ স্টেশনের অন্তর্গত কালাবাড়ি ও পাপাকাটা বাজার অঞ্চলের বাসিন্দা।
একটি ফুটবল খেলা নিয়ে সামান্য বচসাকে কেন্দ্র করে হিন্দুদের কোরবানি করবে বলে চিৎকার করতে করতে দা, ছুরি ও ধারালো অস্ত্রসহ হিন্দুদের কোপানো হয় বলে অভিযোগ। একজন আক্রান্ত ব্যক্তির অভিযোগ ঈদ উপলক্ষে হিন্দুদের আক্রমণ করাই ছিল ওদের ‘উৎসবের অঙ্গ’।
আক্রান্তদের অভিযোগ প্রশাসনের কাছে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ও হিন্দুদের সুরক্ষা প্রদানের বিষয়ে অনুরোধ করা হলেও সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয় নি।