যেখানে সেখানে নামাজ পড়া নিয়ে বিক্ষোভে উত্তাল হলো গুরুগ্রাম। দক্ষিণপন্থী গোষ্ঠীর সমর্থকরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি ও ‘নামাজ বন্ধ করো স্লোগান দিতে থাকে। আটক করা হয়েছে ৩০ জন বিক্ষোভকারীকে। গত সপ্তাহেও নমাজ চলাকালীন একদল বিক্ষোভকারীকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দেখা গিয়েছিল।
উল্লেখ্য প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সম্প্রতি দেখা গেছে নামাজ পড়ে হিন্দুদের ধর্ম স্থান ও দূর্গা পুজো মণ্ডপে আক্রমণ করতে।
এছাড়াও, নামাজের সময়ে ঢাক বাজানো যাবে না, তাই ঢাকার উত্তরা এলাকার পুজো মণ্ডপে ঝোলানো হয়েছিল নামাজের সময়সূচি।
ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, গুরুগ্রামের সেক্টর ৪৭ এলাকায় এক মসজিদে নামাজ চলাকালীন সেখানে হাজির হয় দক্ষিণপন্থী বিক্ষোভকারীরা।তাদের হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল ‘গুরুগ্রাম প্রশাসন ঘুম থেকে জেগে ওঠো।’
ছড়িয়ে পড়েছে বিক্ষোভের ভিডিও ফুটেজ। সেখানে দেখা গিয়েছে তাদের ”বন্ধ করো বন্ধ করো” স্লোগান দিতে। তাদের হাতে ছিল নানা রকম পোস্টার ও প্ল্যাকার্ড। এই নিয়ে টানা তিন সপ্তাহ ওই এলাকায় নমাজ পড়ার সময় এই ধরনের ঘটনা ঘটল।গত সপ্তাহে সেক্টর ১২-এ অঞ্চলে বিক্ষোভকারীদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দেখা গিয়েছে। গত তিন বছর ধরে নমাজ পড়তে আসা এক ব্যক্তির দাবি, কয়েক সপ্তাহ ধরেই এমন হচ্ছে। আসলে এখানে অশান্তি সৃষ্টি করতে চাইছে কিছু মানুষ।